সেদিন একটা গাছ পুঁতেছি বাড়ির পাশে
আজকে খানিক যেই বসেছি সবুজ ঘাসে
এমন সময় প্রশ্ন এলো কেমন আছো
আজব সবই - দেখছি কথা বলছে গাছ ও;
কিন্তু সে গাছ সুন্দরী তো, ভর্তি পাতা
হটাত দেখে হবেই মনে সবুজ ছাতা-
দু-একটা ঠিক পাখির বাসা গাছের ডালে
টাপুর টুপুর বৃষ্টি পড়ে বর্ষাকালে;
ময়না, টিয়া, শালিখ, চড়ুই গানের ক্লাসে
কোকিল গুরুর কাছেই তো গান শিখতে আসে;
গাছ সেজেছে ঝুমকোলতা কানের দুলে,
শিউলি, বকুল, যুঁই, দোপাটি, কদম ফুলে-
গ্রীষ্মকালে চললে পথিক অনেক দূরে?
গাছের ছায়ায় জিরিয়ে নিও এ রোদ্দুরে;
গাছের পাতা ভর্তি হাজার ক্লোরোফিলে
হরেক রকম রান্না করে সবাই মিলে
আপেল, খেজুর, আঙ্গুর, কলা, আম ,কাঁঠালে
পীচ, পেয়ারা- গ্রীষ্মে কিম্বা বর্ষাকালে;
ভুলেই গেছি দিনের বেলা নিয়ম মেনে
গাছ ভরে দেয় বাতাস খাঁটি অক্সিজেনে;
বানাই বাড়ি, চেয়ার, টেবিল গাছের কাঠে
গাছ রয়েছে কাগজ, ছবি, সহজ পাঠে,
তবেই বল এমন ভালো বন্ধু পাবে?
বাড়ির পাশে একটা ছোট গাছ লাগাবে?
ছবিঃ চান্দ্রেয়ী সেন