সামনে দুগ্গা পূজা,
আহা কিজে মজা৷
যখন মা আসবে,
কত ঢাক যে বাজবে৷
মা আসবে শরৎ কালে,
সবার ঘরে প্রদীপ জ্বলে৷
ভরবে ধরা কাশ ফুলে,
মা তুষ্ট পদ্ম ফুলে৷
দশমীতে সিঁদুর খেলা,
বড়দের ওই আনন্দ মেলা৷
তারপরেতে কালী পূজা,
মা যে আমার চতুর্ভূজা৷
তারপর যে ভাইফোঁটা,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা৷
বারো মাসে তেরো পার্বণ
মনে রাখবে সকল জন।
অন্বেষা গণ
পঞ্চম শ্রেণী
আড়িয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়, আড়িয়াদহ
ছবিঃ চন্দ্রিমা ঘোষ