বলছি তোমায় সত্যি কথাই,
একটুও নয় মনগড়া-
বর্ষা কালে লিখছি বসে,
পুজো সংখ্যার ছড়া ।
বৃষ্টি পড়ছে টাপুর টুপুর
বৃষ্টি পড়ছে ঝেঁপে,
বৃষ্টি পড়ছে ইলশেগুঁড়ি
জল বাড়ছে মেপে ।
ডুবল শহর কলকাতা-
ডুবল বর্ধমান,
ডুবল রাস্তা, ডুবল ঘাট,
নদে এল বান ।
বা্ন এসেছে গ্রাম-শহরে,
বানের জলে ভেসে
মা দুগ্গা-ও অসুর নিয়ে
চলেই এলেন শেষে ।
অমনি মেঘের ইস্কুলেতে
পড়লো পুজোর ছুটি,
মেঘেরা সব দল বেঁধে তাই
ঘুরতে গেল ঊটি ।
রোদ ঝলমল আকাশটা-তে
হাসেন সুয্যি-মামা
বর্ষা গেল, কিন্তে হবে
পুজোর নতুন জামা ।
ছবিঃ চন্দ্রিমা ঘোষ