একটা ছড়া খুঁজছি আমি
আগমনীর ছড়া
টুকরো টুকরো সাদা মেঘে
শব্দগুলো গড়া।
সেই শব্দের ভিতরে আছে
মিষ্টি সে এক সুর
উঠোন ভরা শিউলি ফুলের
সুগন্ধে ভরপুর।
কচিকাঁচারা আসবে ছুটে
সেই ফুলেরই গন্ধে
সেই ছড়াটা খুঁজছি আমি
মনের আনন্দে।
ছবিঃ মিতিল
একটা ছড়া খুঁজছি আমি
আগমনীর ছড়া
টুকরো টুকরো সাদা মেঘে
শব্দগুলো গড়া।
সেই শব্দের ভিতরে আছে
মিষ্টি সে এক সুর
উঠোন ভরা শিউলি ফুলের
সুগন্ধে ভরপুর।
কচিকাঁচারা আসবে ছুটে
সেই ফুলেরই গন্ধে
সেই ছড়াটা খুঁজছি আমি
মনের আনন্দে।
ছবিঃ মিতিল