গোল গোল চোখ তার
মাথা খায়ে ঘুরপাক।
রাত্তিরে ডালে বসে
অদ্ভূত দেয় ডাক।।
সাদা আর বাদামীতে
লোম তার সাজানো।
কাজ শুধু গাছে বসে
হেথা হোথা তাকানো।।
পেটে তার বড় খিদে
চোখ ঘোরে সাঁই সাঁই।
এখানে ওখানে যদি
একটি ইঁদুর পাই।।
খপ করে ধরে নেবে
ঝপ করে ঝাঁপিয়ে।
টপ করে মুখে নিয়ে
গিলবে না চিবিয়ে।।
বলে নাকি রাত্তিরে
ঘরে ঘরে ঘোরে তারা।
তুলে নিয়ে চলে যায়
না ঘুমিয়ে জাগে যারা।।
ফ্যাঁশ বড় রাগী জীব
দেখতেও ভয়ানক।
রাত্তিরে খাওয়া সেরে
শুয়ে পোড়ো ঝটপট।।
ছবিঃ মিতিল