আয় তবে আমি তোর ইতিহাস বই হই
সময়ের স্রোতে ওল্টাই পাতা
কার কোপে কার উড়ে গেল মাথা
কার মুকুট যে মাথায় চাপাব, কই কই !
কুষাণ-শুঙ্গ-গুপ্ত-নন্দ
করে ছোটাছুটি, বাঁধায় দ্বন্দ্ব
কেউ কাউকে যে করে না বারণ পই-পই !
শক-হুণ আর পাঠান-মোগল
ভাজে তলোয়ার, বাজায় বগল
হৈহেয়রা করছে কেমন হৈ-হৈ !
পাল-প্রতিহার-রাষ্ট্রকূটে
এদিক-ওদিক বেড়ায় ছুটে
হিউয়েন সাঙ করছে কেবল টই টই !
সাসানীয়রা কি দিচ্ছে শাসানি
পাষাণের লিপি বুঝেছে পাষাণই
ফিসফাস বুঝি হয়ে গেছে কার হৈ-চৈ !
চোল-চালুক্য আর সাতবাহন
লিখেই ফেলছে সে সাতকাহন
কলুচরীরা খাচ্ছে কচুরী দই-টই !
কবীর-নানক-শ্রীচৈতন্য
প্রেমরসে ক'রে ধন্য ধন্য
ভক্তির রসে ভাসিয়ে দিয়েছে থৈ-থৈ !
গ্রাফিক্সঃ পিক্সাবে