খেলাঘরখেলাঘর

হারিয়ে গেল কই

পাখি রে তুই কোস নে কথা
  রিং টোনেতে ওই।
ঘুমিয়ে গেল কিবোর্ড আঙুল
  হারিয়ে গেল বই।।
তিলের পিঠে শালীর চিঁড়ে
  বিন্নি ধানের খই।
দীঘির জলে রাঙা হাঁসের
  ‘আয়, আয়, চই চই’।।
আকাশে মেঘ-আলোর খেলা
  রামধনুরং ছই।
কথার ভেতর রূপকথারা
 হারিয়ে গেল কই?


তন্ময় ধর
নতুন দিল্লি

জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে পেশাসূত্রে দেরাদুনে। পেশায় বিশ্বব্যাংকের বৈজ্ঞানিক উপদেষ্টা। কৈশোরের শেষ থেকে ছড়া-কবিতা লিখছেন বিভিন্ন মুদ্রিত কিশোর পত্রিকায় এবং পরে বিভিন্ন ওয়েব পত্রিকায়।