খেলাঘরখেলাঘর

একটা ছড়া

একটা ছড়ার বিকেল কাটে
আম মুকুলের গন্ধে
একটা ছড়া পড়তে বসে
যখন নামে সন্ধ্যে
একটা ছড়া  নাচে
নামলে বৃষ্টি টাপুর টুপ
একটা ছড়া রৌদ্র মেখে
দীঘিতে দেয় ডুব
একটা ছড়া গুলতি হাতে
ঘুম নেই দুই চোখে
একটা ছড়া  দুষ্টুমিতে
আটকাবে কে বকে?
একটা ছড়া বনভোজনে
খিচুড়ি আলু ভাতে
একটা ছড়া চাঁদে যাওয়ার
স্বপ্ন দেখে রাতে
একটা ছড়া বাসন মাজে,
ঝাঁট দেয়, জল তোলে
একটা ছড়া স্বপ্ন দেখে
রোজ যাবে ইস্কুলে …।


দ্বৈতা হাজরা গোস্বামী
ব্যাঙ্গালোর, কর্ণাটক

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।