খেলাঘরখেলাঘর

বাঘমামা

বাঘমামা

শুনতে পেলুম হালুম হুলুম
সোঁদর বনের মামা
গায়ে হলদে কালো ডোরাকাটা
হাল ফ্যাশানের জামা
গত চারমাস ধরেই আছেন
চিড়িয়াখানায় বন্দী
প্রান যায়যায় গরম বেজায়
তাই তো আঁটেন ফন্দী
কত কাঁদাকাঁদি কত সাধাসাধি
হল না যে কোনো কাজই
চিড়িয়াখানার লোকগুলো
ভারী পাজি
সোঁদর বনের মধুর ছায়া ছেড়ে
এই কোলাহলে কোলকাতা আসে কেরে?
হায় মামা বড় ফ্যাসাদে
লোহা দিয়ে গড়া প্রাসাদে
হ্যালো বাঘমামা বললেই যান তেড়ে।




দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।