খেলাঘরখেলাঘর

নিঝুম দুপুরে

 

নিঝুম দুপুরে

 

নিঝুম দুপুরে আমি আনমনে
জানলার দিকে চেয়ে দেখি
পুরোনো দিনের গল্পে ব্যস্ত
তালগাছ আর কালোদীঘি

পাখি ঝাঁকে ঝাঁকে ওড়ে আর ডাকে
কোন দুর দেশে দেয় পাড়ি
ভিজে শাড়ি মেলা বাড়ির পাঁচিলে
দুই শালিকের ভাব আড়ি

ব্যঙ্গমা আর ব্যঙ্গমী বুঝি
গল্প জুড়েছে ঐ ছাদে
রূপবতী সেই রাজকন্যে
বন্দিনী কোন প্রাসাদে

সারাটা দুপুর শীত রোদ্দুর
দেয় স্বপ্নের হাতছানি
ঘুম ঘুম চোখে তবু চেয়ে থাকি
সামনে পড়ার বইখানি।

 

 

দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।