পুজো এলেই আমার চোখে বাড়ির গলি
সারাটা দিন কাজে ব্যস্ত মায়ের মুখ
সাদা-কালো-আঁধার-আলো শহরতলি
ঢাকের বোলে গভীর সুখে নাচছে বুক
পুজো এলেই আমার দুচোখ জুড়ে নদী
শিউলি উঠান,তুলসীতলা,কাশের বন
অমলকাকা, বুয়াপিসি,বুরানদিদি
চেনা মুখের সহজ হাসি সবুজ মন
পুজো এলেই আমার চোখে পাড়ার দোকান
শিবমন্দির,বটতলা, জয়জগন্নাথ
পুজো এলেই আমার বুকে আনন্দ গান
মায়ের হাতে ঘি মাখানো গরম ভাত
পুজো এলেই আমার চোখে বাড়ির গলি
পড়ার টেবিল, খেলার পুতুল,আমার ঘর
পুজো এলেই আগমনী গানের কলি
বাবার গলা,"আসবি তো মা এই বছর?"
লেখা ও ছবিঃ
দ্বৈতা হাজরা গোস্বামী
ব্যাঙ্গালোর, কর্ণাটক