খেলাঘরখেলাঘর

আমি হতে চাই

পিকলু বলল হতে চাই আমি
বড় হলে এক ইঞ্জিনীয়ার
এই পৃথিবীতে তোমরাই বল
আছে এত ভালো চাকরি কি আর ?

বলল বুবাই ভালো হবে যদি
হতে পারি কোনো বিমান চালক
পারবেনা কেউ বলতে তাহলে
আমি হাবা গোবা মুখ্যু বালক.

বুকটি ফুলিয়ে বিল্টু বলল
আমি হব কোনো বড় ব্যবসায়ী
ধন্য ধন্য করবে সবাই
টাটা বিড়লারা হবে ধরাশায়ী.

পুপলু বলল ভালই লাগবে
সীমান্তে যদি হই সৈনিক
প্রতিপক্ষ্ কে মেরেই ভাগাবো
হোক পাক সেনা নয় চৈনিক.

আমি হতে চাই বলল তাতাই
বলিউডি কোনো চিত্র তারকা
আমার নামেই হবে আলোড়িত
বম্বে, দিল্লি, শিলং, দ্বারকা.

মন্টু বলল দাদুর মতই
হব একদিন স্কুল মাস্টার
সঙ্গীরা হবে ছাত্র,ছাত্রী,
পেন, খাতা, বই, চক, ডাস্টার।

 

তন্ময় দাশ
ভদোদরা, গুজরাট