খেলাঘরখেলাঘর

এই সংখ্যা থেকে শুরু হল বইপোকার লাইব্রেরী। এই বিভাগে বইপোকা তোমাকে দেবে নতুন পুরনো ভাল ভাল বইয়ের হদিশ।


এই সংখ্যায় যে বইটা নিয়ে আমি আলোচনা করব, সেটা মোটেও কোন নতুন বই নয়। বেশ পুরনো। কিন্তু ক্লাসিক। তাই ভাবলাম, পুজোর নতুন জামা-জুতো-পূজাবার্ষিকীর গন্ধের মধ্যে না হয় একটু পুরনো বইয়ের গন্ধও মিশিয়ে দেওয়া যাক।
বইয়ের নাম 'চিরকালের সেরা'; লেখক - অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশক-শিশু সাহিত্য সংসদ। অবিন ঠাকুরের লেখা গল্প হয়ত এক-আধটা তুমিও পড়েছ। যেমন 'ক্ষীরের পুতুল' বা 'বুড়ো আংলা' । এই বইটার মজা হল, এই বইতে শুধুমাত্র অবনীন্দ্রনাথের লেখা সেরা গল্পগুলিই নেই, সাথে আছে 'পুথিপালা' আর 'স্মৃতিচিত্র' নামে আরো দুটি বিভাগ, যেখানে আছে ছোটদের জন্য লেখা মজাদার নাটক আর নানা স্মৃতিকথা। বইয়ের প্রকাশকের সাথে আমিও একমত, এই বই শুধু ছোটদের নয়, বড়দেরও পড়তে সমান ভাবে ভাল লাগবে।

বইপোকা

বইপোকা অবশ্যই নতুন নতুন বই পড়তে ভালবাসেন। আরো ভালবাসেন সেইসব বই এর খোঁজ সবাইকে দিতে। নতুন নতুন বইয়ের খোঁজ পেতে চোখ রাখ বইপোকার দপ্তরে। আর তোমার কাছে যদি কোন খুব ভাল বই থাকে, যেটার কথা তুমি বন্ধুদের এবং বইপোকাকে জানাতে চাও, তাহলে বইপোকাকে সেই বইয়ের খবর জানিয়ে চিঠি লেখ ইচ্ছামতীর মেইল ঠিকানায়।