বৃষ্টি-ভেজা দিনের বেলায়
খিচুড়ি যে খায়না,
তার সাথে কথা নেই
শুনবোনা বায়না!
দিন-ভর বৃষ্টিতে
উঠোনেতে হাঁটু জল,
কোলাব্যাং ডেকে যায়
ছেলেদের কোলাহল-
আজ বুঝি 'রেনি-ডে'?
স্কুল তাই বন্ধ?
জলেতেই খেলা চলে
প্রাণে কি আনন্দ।
গুরু গুরু মেঘ ডাকে
শন শন হাওয়া বয়।
বাঁশ ঝাড়ে যেন কারা
ফিস ফিস কথা কয়।
তাই বলি দেরী কেন
দিনেতেই সন্ধে
মন বুঝি নাচে নাকো
খিচুড়ির গন্ধে !
চটপট বসে পড়ো
সাথে আছে ভাজা ডিম
মাথা খাও কথা রাখো
বৃষ্টিতে রিম ঝিম।
সমর চট্টোপাধ্যায়
কলকাতা