ব্যাট হাতে সেই ছেলেটা
সবার ভরসা, আশা সবার।
যতক্ষণ সে আছে মাঠে
বলটা পাঠায় এধার ওধার।
দেখতে ছোট। ব্যাটটা হাঁকায়
বোলার বেচারি বেসামাল
ফিল্ডাররাও হাঁপিয়ে ছোটে
ক্যাপ্টেনের তো হাঁড়ির হাল।
পঞ্চাশটা জল ভাত তার
হাল হামেশা মারছে চার
বলটাও ভয়ে কুঁকড়ে যেন
পালাবার পথ নেইকো আর।
এবার দেখি বলতো ভায়া
ব্যাট হাতে মাঠে আপনজন
বিশ্ব চেনে এক ডাকেতে
কে সেই ভারত রতন?
সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা
ছবিঃউইকিপিডিয়া