খেলাঘরখেলাঘর

এলো যে শীত


হেমন্তের শেষে এলো যে শীত
সাদা সাদা মেঘ ছেঁড়া,
উড়ে গেলো দূরে,এখন নীল আকাশ,
মাটি হলুদ রোদে ঘেরা।

যখন ভোরের মৃদু শিশির 
নরম ঘাসের গালিচায়,
তখন সূর্য্য ঘোমটা সরিয়ে
শিশুদের ঘুম যে ভাঙায়।

ভোরের কুয়াশা,চোখের ঝাপসা,
যেন দিনের ঢাকা চাদর,
রাতের ঘুমের তন্দ্রা জড়ানো
যেন সোহাগের আদর।

ঠান্ডা এড়াতে সুখামেজ নিতে
রোদ্দুরে দিই পিঠ,
আমি ভলোবাসি গরম নরম
দিবসের এই শীত।


 

তাপসকিরণ রায়
জবলপুর, মধ্য প্রদেশ

তাপস কিরণ রায় অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। স্কুলে শিক্ষকতা করেন বেশ কিছু বছর। পরে আয়কর বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি মধ্য প্রদেশের জবলপুর শহরে বাস করেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। ছোটদের এবং বড়দের জন্য লেখা তাঁর অনেকগুলি বই-ও প্রকাশিত হয়েছে।