হেমন্তের শেষে এলো যে শীত
সাদা সাদা মেঘ ছেঁড়া,
উড়ে গেলো দূরে,এখন নীল আকাশ,
মাটি হলুদ রোদে ঘেরা।
যখন ভোরের মৃদু শিশির
নরম ঘাসের গালিচায়,
তখন সূর্য্য ঘোমটা সরিয়ে
শিশুদের ঘুম যে ভাঙায়।
ভোরের কুয়াশা,চোখের ঝাপসা,
যেন দিনের ঢাকা চাদর,
রাতের ঘুমের তন্দ্রা জড়ানো
যেন সোহাগের আদর।
ঠান্ডা এড়াতে সুখামেজ নিতে
রোদ্দুরে দিই পিঠ,
আমি ভলোবাসি গরম নরম
দিবসের এই শীত।
তাপসকিরণ রায়
জবলপুর, মধ্য প্রদেশ