|
(১) হেলিকপ্টার দেখে ফড়িং বলে, আমারই জাত ভাই! চেহারায় হোক ছোট বড়, তফাৎ বিশেষ নাই. (২) ফুলকে ডেকে প্রজাপতি কয়-- জানিস,আমি কে? আকাশপরীর জাত আমি ভাই, শুধাস মাম্মিকে. (৩) ব্যাং বলে তার ঠ্যাঙ তুলে ওই, আমায় ভুললে নাকি? গানের ব্যাপরে তানসেন জেনো, রাগ ধরে আমি থাকি . (৪) টিকটিকি বলে ঠিক ঠিক কথা, কুমির আমার ভাই, ছোট্ট আমি,তবু কেন ভয়, --আমার জানা নাই ! (৫) বিড়াল বলে সবাই তো জানে, আমি বাঘের মাসি! বাঘকে আমি করি নাকো ভয়, গোঁফে ফাঁকে হাসি.
(৬) নেংটি ইঁদুর,ধেড়ে ইঁদুর, সব নাকি ভাই ভাই! বেড়াল বলে,খাবো খপাখপ-- ছোট বড় ভেদ নাই! (৭) কেঁচো বলে,সাপ হবো আমি আমি তো সাপেরই জাত, বিষ মুখে পেলে,প্রমাণ দেখাবো, দংশাবো নির্ঘাৎ!
|