খেলাঘরখেলাঘর

 সাত ছড়া

(১)
হেলিকপ্টার দেখে ফড়িং বলে,
আমারই জাত ভাই!
চেহারায় হোক ছোট বড়,
তফাৎ বিশেষ নাই.
(২)
ফুলকে ডেকে প্রজাপতি কয়--
জানিস,আমি কে?
আকাশপরীর জাত আমি ভাই,
শুধাস মাম্মিকে.
(৩)
ব্যাং বলে তার ঠ্যাঙ তুলে ওই,
আমায় ভুললে নাকি?
গানের ব্যাপরে তানসেন জেনো,
রাগ ধরে আমি থাকি .
(৪)
টিকটিকি বলে ঠিক ঠিক কথা,
কুমির আমার ভাই,
ছোট্ট আমি,তবু কেন ভয়,
--আমার জানা নাই !
(৫)
বিড়াল বলে সবাই তো জানে,
আমি বাঘের মাসি!
বাঘকে আমি করি নাকো ভয়,
গোঁফে ফাঁকে হাসি.


(৬)
নেংটি ইঁদুর,ধেড়ে ইঁদুর,
সব নাকি ভাই ভাই!
বেড়াল বলে,খাবো খপাখপ--
ছোট বড় ভেদ নাই!

(৭)
কেঁচো বলে,সাপ হবো আমি
আমি তো সাপেরই জাত,
বিষ মুখে পেলে,প্রমাণ দেখাবো,
দংশাবো নির্ঘাৎ!




তাপসকিরণ রায়
জবলপুর, মধ্যপ্রদেশ

তাপস কিরণ রায় অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। স্কুলে শিক্ষকতা করেন বেশ কিছু বছর। পরে আয়কর বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি মধ্য প্রদেশের জবলপুর শহরে বাস করেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। ছোটদের এবং বড়দের জন্য লেখা তাঁর অনেকগুলি বই-ও প্রকাশিত হয়েছে।