ফুল বলে ফল রে !
কোথা ছিলি বল রে !
কিছুদিন আগেই তো
ছিলি নাকো তুই,
কি ভাবে এলি বল
যেন ফুঁড়ে—ভুঁই !
ছোট বড় মাঝারি
রঙ বেরঙের তুই,
মনে হয় তোর দেহ
বারবার ছুঁই !
ফল বলে,তুমি ভাই,
ফুল হয়ে আছ তাই,
তুমি ছাড়া আমি কোথা
আমার অস্তিত্ব পাই ?
তুমি হও রঙচঙে--
তৈরি আমি সেই ঢঙে,
শোন,তোমায় জানাই
অন্তরেতে শুধু তুমি
আর কেহ নাই,
তোমার স্পর্শ আর
স্নেহটুকু চাই।।
ছবিঃমহাশ্বেতা রায়