দোয়েল পাখির দুটো ছানা- তুতু এবং রুতু,
বন্ধু তাদের পেঁচার ছানা, নাম ছিল তার ভূতু।
তুতু ভীষণ লক্ষ্মী মেয়ে, শান্ত স্বভাব তার,
রুতু আবার দুষ্টু অনেক, শুনবে কথা কার?
সারাটিদিন তুতু ঘরেই- খেলত আপন মনে,
রুতু খুঁজত ফন্দি কেবল- উড়তে যাবে বনে।
রাত্রি হলে দুই বোনেতে ভূতুর সাথে খেলা,
গল্প করত মজার কত- আড্ডা-হাসির মেলা।
এমনি করেই দিন কেটে যায় অনেক মজার খেলায়-
তুতু-রুতু মায়ের সাথে উড়তে শেখে একবেলায়।
ছানারা আজ উড়বে একাই- মেলে দুটি ডানা-
আকাশেতে উড়াল দিল দোয়েল পাখির ছানা।
দোয়েল পাখির ছানা
- বিস্তারিত
- ক্যাটfগরি: ইচ্ছেমতন
কিশোরী লেখক মীম নোশিন নাওয়াল খান বাংলাদেশের ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে। পড়াশোনার পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছে লেখালেখি, সাংবাদিকতা, ছবি আঁকা, ফটোগ্রাফি ও হাতের কাজ। ইউনিসেফ থেকে চারবার মীনা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারজয়ী মীমের অনেকগুলো গল্প, ছড়া ও কিশোর উপন্যাস বই আকারেও প্রকাশিত হয়েছে।