নতুন ইংরেজি বছর ২০২৪ এ ইচ্ছামতী শুরু করল এক নতুন কাজ। শুধুমাত্র ছোটোদের জন্য বাংলা এবং ইংরেজিতে লেখা বই নিয়ে শুরু হচ্ছে 'ছোটোদের বইপত্র' । এই নতুন ওয়েবসাইটে ছোটোদের জন্য লেখা বিভিন্ন ধারার বই সম্পর্ক বিশদ খোঁজ পাওয়া যাবে এবং আলোচনাও করা হবে। বাংলা ভাষায় শিশুসাহিত্যের ভান্ডার বিপুল। সেই স-অ-ম-স্ত বইয়ের খোঁজ আমাদের কাছে থাকবে, এমন ইচ্ছে মনে মনে থাকলেও বাস্তবে হয়ত সেটা সম্ভব হবে না। তবুও, আমরা বাংলা ভাষায় ছোটোদের জন্য লেখা বিভিন্ন নতুন এবং পুরনো বই সম্পর্কে খোঁজ পাওয়ার বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠতে চাই। সঙ্গে সঙ্গে আমরা ভারতে বসে বা ভারতীয় পটভূমিতে ইংরেজিতে লেখা/ অনুবাদ করা ছোটোদের বই নিয়ে আলোচনা এবং খোঁজ রাখতে আগ্রহী। ছোটোদের বইয়ের লেখক, প্রকাশক এবং পাঠকদের সম্মিলিত উৎসাহ এবং সহযোগিতা থাকলে সেই কাজ কিছুটা হলেও করা সম্ভব হবে।
গত ১৫ জানুয়ারি ২০২৪ ( ২৯ পৌষ ১৪৩০), পৌষ সংক্রান্তির দিন আমাদের এই নতুন কাজ শুরু হল।
আমাদের এই নতুন ওয়েবসাইটের ঠিকানা - https://childrensbookreviews.ichchhamoti.in/
সবাই ভালো থেকো। ইচ্ছামতীর সঙ্গে থেকো।
২ মাঘ ১৪৩০ ১৭ জানুয়ারি ২০২৪