ইয়েতির সাথে আত্মীয়তা, ভাবিস তো গুল, হয় না!
আমার সাথে নিত্যি যে হয়, বলি, প্রাণে সয় না?
প্রতি বছর ইয়েতিরা চাঁদা তুলে এই আমায়
উপহারে ভরিয়ে দেয় নতুন জুতো আর জামায়।
নতুন ছাতা-টুপি-গগলস্, নিত্যনতুন ল্যাপটপে
আমায় নিয়েই শপিং করে, কামড় মারে বোম চপে।
কত ছুতোয় আমায় খাওয়ায় ডুবিয়ে ধরে কবজিতে
কালিয়া-পোলাও-পিঠে-পায়েস হরেক রকম সবজিতে।
জাপটে ধরে কবতে শোনে, মিহি সুরে গান ধরে
ওদের ভালবাসার ঠেলায় বুকে-পিঠে টান ধরে ।
মিক্স-ডাবলস্ টেনিস খেলে, স্নোবল ছোঁড়ে বুকটিতে
দুখজাগানো সেতার শোনায় হঠাৎ আসা সুখটিতে।
'আর দু'টো দিন যান না থেকে' খাদের ধারে এই বলে
হঠাৎ করে ধাক্কা মারে, আবার হঠাৎ নেয় কোলে।
এক পাহাড়ের চুড়োয় তুলে পাশেরটাতে দেয় ছুঁড়ে
হৃদমাঝারে রাখবে বলে কান্না আবার দেয় জুড়ে।
পরক্ষণেই বরফপিছল পথের মাঝে ল্যাং মেরে
হাসে কাঁদে বোঁচকা বাঁধে একটা-দু'টো স্ল্যাং মেরে।
বিদায়বেলায় দুধ-চা খাওয়ায়, তা ইয়েতি ইস্পেশাল
চোখের কোণে চিকচিকে জল, ব্যথায় ভরা আধকপাল।
ঘুম স্টেশনে সী-অফ করে স্বপ্নে দু'চোখ দেয় ভরে
'স্বপ্নে আবার দেখা হবে' বলে আবার করজোড়ে।
তোদের অবিশ্বাসের ঠেলায় স্বপ্নটা চুরমার হল
অপূরণীয় এই ক্ষতিটা এইবারে বল, কার হল?
ছবিঃ ডাল-ই এ আই পদ্ধতি