খেলাঘরখেলাঘর

পিকনিকে চল

কুয়াশারঙ জড়িয়ে চাদর
শীত কি তোকে করল আদর?
মিঠেল হেসে সূয্যিমামা
গায়ে দিল শীতের জামা
বলল কি, চল, পিকনিক করি চল?

শীতের পাখি দিল কি ডাক?
রাঙামাটির পথের ও বাঁক?
পায়েস-পিঠে-নলেন গুড়ে
ইচ্ছেরা সব চলল উড়ে
বলল কি, চল, পিকনিক করি চল?

কিন্তু পথের ধারে ওই যে ছেলে
ধুলোর মাঝে কে গেছে ফেলে
ওর গায়ে নেই কাপড়-ঢাকা
রঙবেরঙের স্বপ্নে আঁকা
কেউ বলে নি, চল, পিকনিকে চল?

অনেক খিদে ওর দু চোখে
গাড়ি থামিয়ে তুই কি ওকে
দিবি তোর ওই শীতের জামা
বলবি, ওরে, কান্না থামা,
চল, তুইও আমাদের পিকনিকে চল?

 

তন্ময় ধর
নতুন দিল্লী

জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে পেশাসূত্রে দেরাদুনে। পেশায় বিশ্বব্যাংকের বৈজ্ঞানিক উপদেষ্টা। কৈশোরের শেষ থেকে ছড়া-কবিতা লিখছেন বিভিন্ন মুদ্রিত কিশোর পত্রিকায় এবং পরে বিভিন্ন ওয়েব পত্রিকায়।