খেলাঘরখেলাঘর

মজার পাতা

বলো তো দেখি কী—

১. হাত আছে করে খাও, শেষ ছেড়ে দিয়ে,
    মধ্য বিহনেতে আছে নৌকায়, দেখ গিয়ে,
    তিনে মিলে কাজে কিন্তু লাগে ধরিবার,
    অভাবে বিকল কল, অস্ত্র, দ্বার, জলাধার।



২. পুরা জলযানে রয় শুরু শেষ মিলে,
    আদি কিংবা অন্তহীনে গাছেতে তা মেলে,
    তিনে মিলে স্বর্গলাভ আশে জলান্জলি,
    নাম তুমি ভেবেচিন্তে দাও দেখি বলি।



৩. শুরুতে পাখির ডাক, যার অভাবে হাতি,
    মধ্যহীনে কর্ম করি, তিনে লিখি পাতি।



৪.  দুধের ওপরে রয়, প্রথম অক্ষর বিহনে,
    শেষ ছেড়ে থাকি, মোর বসত যেখানে,
    আগে পিছে দিনের নাম, ভেবে দেখ মনে,
    বিবাহের শেষে লাগে যদি মেলে তিনে।


৫. মাথা কাটা গেলে কিন্তু ফসল ফলায়,
    পেট কেটে অন্যে পাবে, আপন সে নয়,
    তিনে বাড়ে ব্যবসাতে, লাভ হ’লে পেতে,
    নাম তার ঠিকঠাক, পারো কি বলিতে?

মজার পাতা

উত্তরমালা :



১. হাতল


২. পাতাল


৩. কাগজ


৪. বাসর


৫. পসার


অধ্যাপক ( ডঃ ) জি০ সি০ ভট্টাচার্য্য
বারাণসী, উত্তর প্রদেশ


ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।