খেলাঘরখেলাঘর

ছবি

মজার পাতা:

বলো তো দেখি কী—

১. অন্তহীনে দেখি সেথা, ধানের বসত,
মধ্যহীনে জাতি এক, তিনে সুরভিত।
নাম খুঁজে দেখ দেখি, কি তা’র বাহার,
অর্থহীন পুষ্পগুচ্ছ বিহনে যাহার।।


২. খেচর বলিয়া জানে, সবে তিন অক্ষরে,
পেট কেটে দিলে আশা, থাকিবার করে।
দেখিতে নিকষবর্ণ, নিত্য দেখা মেলে
ভেবেচিন্তে নাম তা’র, ফেল ভাই বলে।।


৩. তিনটি অক্ষরে খ্যাত, মিষ্টান্ন মাঝারে, .
অন্তহীনে দেখি শ্রেষ্ঠ, বিবাহ বাসরে।
পরিচিত রূপ তার, অনেকেই চায়,
তাড়াতাড়ি নাম তুমি, বলতো আমায়।।


৪, দেখা তা’র মেলে, কেহ মনোকষ্ট পেলে,
গোলাপের মাঝে দেখ, যা’র মধ্য মেলে।
জয়হীন হয়, যদি বিজয়ের কালে,
ধাঁধা কি কঠিন কিছু, সংকেত মানিলে?


৫. মাঝের অক্ষর ছেড়ে, জলাশয় রূপ,
প্রথম বিহনে রঙ, দেখ বসে চুপ।
এস সবে এই কালে, খেলি মন ভরে,
শেষে তো বসিতে হবে, পড়িবার তরে।

ছবি

উত্তর মালাঃ---

. ১. গোলাপ


. ২. বায়স


. ৩. বরফি


. ৪.বিলাপ


. ৫. বিকাল

অধ্যাপক ( ডঃ ) জি০ সি০ ভট্টাচার্য,
বারাণসী, উত্তর প্রদেশ, ভারতবর্ষ

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।