মনে মনে লিখছি ছড়া
ছড়ার ছ্যাকড়া ছুটছে জোরে
হঠাৎ দেখি পৌঁছে গেছি
স্বপ্ন রাজ্যে ছড়ার ঘোরে।
ভারি সুন্দর ছড়ার এ দেশ
সেথা শিশু মেলার হট্টগোল
কচি-কাঁচা, তোমার আমার
(শুধু) সবুজ মনের কলরোল।
ভাষার কোন নাইকো বাধা
ছন্দ মিলের গলা সাধা
সেথা লাল সবুজের নেই কো দ্বন্দ্ব
সবাই আপন, পর তো নয়
ছড়ার দেশে সবাই রাজা
ছড়া ছড়াক বিশ্বময়।
সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা