খেলাঘরখেলাঘর

ছবি

নীলটা সমুদ্র আর সবুজটা গাছপালা। সমুদ্রে বৃষ্টি পড়ছিল। গাছটা উড়ে এসে সমুদ্রে পড়ল। দুই ডানায় উড়ে উড়ে এল...কিন্তু গাছের কি ডানা থাকে? না, না...গাছটা ঝড়ে উড়ে এসে সমুদ্রে পড়ল - বৃষ্টির সঙ্গে ঝড়ও হচ্ছিল তো...এই ছবিটা আমি এঁকেছি।

ছবি, ছবির নাম আর গল্প:
ছবি
মরমিয়া মুখার্জি
বয়সঃ সাড়ে তিন বছর
(সবে কিন্ডারগার্টেন যেতে শুরু করেছি)