একটা প্রজাপতি ছিলো । সে খুব সুন্দর । তার অনেক বন্ধু , কিন্তু তাদের মধ্যে চড়াই ছিলো খুব পাজি। একদিন চড়াই তার মেয়েকে বলল, "এই চল, প্রজাপতির বাড়ি চল" । বলে সে আর তার মেয়ে রওনা হল। যখন ওরা পৌঁছলো, প্রজাপতি তো দেখে হাঁ । বলল যে "তুই! আয় আয় ভেতরে আয়।"
কিন্তু চড়াই তার মেয়েকে নিয়ে প্রজাপতির সব খাবার খেয়ে নিল। আর কিছুক্ষণ পরে চড়াইয়ের পেটে ব্যথা শুরু হল। প্রজাপতি তখনি ওষুধ এনে দিলো চড়াইকে। আর চড়াই খেয়ে নিলো টপাস করে। তারপর সে ভালো হয়ে গেলো।
লেখা ও ছবিঃ মরমিয়া মুখোপাধ্যায়
দ্বিতীয় শ্রেণী, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি, কলকাতা
(গল্পটি টাইপ করে সাহায্য করেছেন মরমিয়ার মা।)