রামছাগলের ছানা,
খাদ্য যে তার জানা,
সকাল বিকেল, একনাগাড়ে
খেয়েই যাবে টানা।
সব কিছু তার 'বেড়ে',
কিচ্ছুটি না ছেড়ে
আপন মনে চিবিয়ে যাবে
ছোট্ট দাড়ি নেড়ে।
শেয়ালকাঁটার কুচি,
কাদায় মাখা লুচি,
জুটবে যেমন, চাখবে তেমন,
বিচিত্র তার রুচি!
কড়াইশুঁটির কলি,
প্লাস্টিকের ওই থলি,
চলবে সবি, বাদ কিছু নেই,
খুঁজবে অলি গলি।
অ্যাল্জেব্রার খাতা,
জল-বিছুটির পাতা,
খেয়াল হলেই চিবিয়ে খাবে,
যতই বল যা তা!
বস্তা - সিমেন্ট ঠাসা,
হর্তুকি ফল – ডাঁশা,
বাছ-বিচারের বালাই যে নেই,
উচ্ছে হলেও খাসা!
যেটাই পাবে আগে,
আনবে তাকে বাগে,
চিবিয়ে যাবে খচ্-মচা-মচ্,
সাত্ত্বিক বৈরাগে!
রামছাগলের ছানা,
নেইকো কোনো মানা,
ছাগ-ধর্মই মানছে তবু,
পেটুক সে নয়, না না!!
ছবিঃ অঙ্কুশ চক্রবর্তী