'দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দই,
দু'টা পাকা বেল, সরিষার তেল,
ডিমভরা কই।'
পথে হেঁটে চলি, মনে মনে বলি,
পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,
ছিঁড়ে দেবে চুল।
'দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দই,
দু'টা পাকা বেল, সরিষার তেল,
ডিমভরা কই।'
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা
খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে,
কেনা হলে শেষ।
'দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দই,
ডিম-ভরা বেল, দু'টা পাকা তেল,
সরিষার কই।'
ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে,
ঘোষেদের ননী;
আমি যদি পাই, তা হলে উড়াই
আকাশে এখনি!
'দাদখানি তেল, ডিম-ভরা বেল,
দুটা পাকা দই,
সরিষার চাল, চিনি-পাতা ডাল,
মুসুরির কই!'
এসেচি দোকানে-কিনি এই খানে,
যত কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে,
তাতে ভুল নাই!
'দাদখানি বেল, মুসুরির তেল,
সরিষার কই,
চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল,
ডিম ভরা দই।'
ছবিঃ পিনাকী দত্ত