বনজ্যোৎস্নার মাঠে,
মহুল-মহুল হালকা হাওয়ায়
রাতটা যদি কাটে –
বলবে তুমি, কেমন করে পথ হারালাম শেষে ?
কাঁচা বাঁশের সাঁকো,
বলবে ডেকে, পথ-হারানো খোকা
কোথায় তুমি থাকো ?
চমৎকৃত হবেই এবার, রাঙামাটির দেশে !
ছোট্ট নদী শুয়ে
পা-ভেজানো জলের ধারা
যাচ্ছে মাটি ছুঁয়ে,
কলমিলতা উঠছে বেড়ে রোদের পরশ মেখে,
ডুংরি ঘেরা বনে,
বুড়ো-খোকার ছন্দযাপন
একলা আপনমনে।
এত্তবড়ো ছবিখানা কে দিয়েছে এঁকে ?
ছবিঃ মঞ্জিমা মল্লিক