খেলাঘরখেলাঘর

কেষ্ট পাড়ূই

 

কেষ্ট পাড়ূই

 

মহুলটাঁড়ের রাস্তা ধরে ভরদুপুরে
শুনছি নাকি কেষ্ট পাড়ুই যাচ্ছে ট্যুড়ে?
সঙ্গে আছে মউরা পাড়ার নিতাই বেনে
ঝোলায় কি তার মন্ডা-মিঠাই? নাও তো জেনে-
এই তো সেদিন বনের পথে দাঁতাল এসে
মনসা মুদির ভাইকে পেয়ে ধরল ঠেসে।
কেড়ে নিল ঝোলাটা তার কাঁঠাল ভেবে
তেমনি আজও মন্ডা-মিঠাই কেড়ে নেবে।
থামাও তাকে আগেভাগে ডাক কাছে,
অসময়ে ট্যুরে গিয়ে কি লাভ আছে?
ইলিশ রেঁধে খাওয়াশ টাকে ভালোবেসে
কাদা মাটি গায়ে মেখে থাকুক দেশে!


তরুন কুমার সরখেল
উত্তর আমডিহা, পুরুলিয়া

পুরুলিয়ার বাসিন্দা তরুণ কুমার সরখেল জেলার প্রশাসনিক বিভাগে কাজ করেন। পাশাপাশি ছোটদের জন্য নিয়মিত লেখালিখি করেন, এবং ছোটদের জন্য একটি মুদ্রিত পত্রিকা সম্পাদনা করেন।