পাগল খুঁজি গলির মাথায়
দোকান বাজার হাটে,
পাগল খুঁজেই সন্ধ্যে সকাল
এখন আমার কাটে।
পুরো পাগল পাই না খুঁজে
হাফ পাগলই মেলে,
জাত-পাগলের অভাব এখন
সবাই এলেবেলে।
উস্কোখুস্কো চুলের বাহার
কালি মেখে গায়ে,
দেখবে কত পাগল ঘোরে
ডাইনে এবং বাঁয়ে।
কিন্তু আমার মনে ভরে না
এসব পাগলেতে,
সেদিন হঠাৎ পড়ল মনে
ডিনার খেতে খেতে --
পাগল খোঁজার নেই প্রয়োজন
করছি এসব কী যে,
সবচে বড় পাগল হলাম
আমি স্বয়ং নিজে।
ছবিঃ পিনাকী দত্ত