ঘুম ভাঙা ভোর এসে দাঁড়ায়
ঠিক দরজার কাছে,
আলোর রেখা যায় ছাড়িয়ে
আর কি রাত আছে ?
কিচিরমিচির পাখিগুলো
দেদার ডাকে ওই,
ফোটা ফুলের ঝর্নাধারায়
স্বপ্নরা সব কই ?
আলসেমিকে টা টা করে
এবার উঠে পড়ো,
বিছানায় সোনা রোদের
হাত দু-খানি ধরো ।
রোদে মাখা ধাঁধানো চোখ
আর থাকে না ঘুম,
মনের মাঝে উদাস বাঁশি
দেয় যে কোথায় চুম ।
ছবিঃ নভনীল দে