আকাশজুড়ে মেঘ বুনে যায়- কোন সে অবাক তাঁতি,
শিউলি ফুলের কমলা বোঁটায় সাদার মাতামাতি।
স্নিগ্ধ শরৎ আসে,
কাশফুলেরা হাসে,
উৎসবে আজ মাতবে বলে সাজছে বাঙাল জাতি।
প্রতিমাতে রঙের ছোঁয়া, দেবী আসছেন ফিরে,
পুজোর আমেজ শহর ও গ্রাম- সব রেখেছে ঘিরে।
ফিরনি-পায়েস ঘরে ঘরে,
নাড়ু-সন্দেশ সবাই গড়ে,
খুশির পাখি যায় উড়ে যায়- চঞ্চল মন চিরে।
ঢাকি-ঢুলি বাদ্য বাজায়, নাচে সুখে মন,
পুজো এল, শাঁখের আওয়াজ কান পেতে ঐ শোন।
মণ্ডপ সাজে ফুলে,
দুঃখ সকল ভুলে-
পুজোর দিনে হাসি ঠোঁটে সবাই আপনজন।
ছবিঃ নভনীল দে