আজকে প্রথম স্কুল যাবে ছোট্ট খুকিসোনা,
রঙিন রঙিন স্বপ্ন কত ধরছে মেলে ডানা।
স্কুল ড্রেস, জুতা- মোজা, সাদা ফিতে চুলে,
মায়ের সাথে খুকিসোনা আনন্দে যায় স্কুলে।
মিসের সাথে ঢুকবে ক্লাসে, একটুখানি ভয়,
মামণি নেই, একলা এথায় না জানি কী হয়!
পড়তে হলো ছড়া মজার- হাট্টিমা টিম টিম-
যোগ-বিয়োগ আর গল্প হাসি, কী সুন্দর দিন!
ভাবে খুকি, দারুণ ব্যাপার, স্কুল তো খুব ভালো!
এখান থেকেই বিদ্যে নিয়ে জ্বালবে জ্ঞানের আলো।
ছবিঃ পারিজাত ভট্টাচার্য্য