সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
onyo borodin

নতুন মডেলের স্লেজ গাড়ী টা ,
দিন কয় আগে কেনা।
বনেটের উপর হরিণের ছবি ,
দূর থেকে যায় চেনা।
লাল কোট আর, সাদা টুপি পড়ে,
বেরোলো সান্তা দাদু
শিশুদের কিছু উপহার দেবে,
উদ্দেশ্য- টা সাধু।

আকাশ পথে জ্যাম নেই বলে ,
উল্কার বেগে তার গাড়ী চলে ,
চীন -ভারতের সীমানা পেরোলে
সান্তা দেখল ঝুঁকে -
পাকিস্তানে এসেছে, তখুনি মোবাইল বাজে বুকে।
জিঙ্গল বেল , জিঙ্গল বেল ,
হোয়াট হ্যাপেন্‌ড্‌, প্রোগ্রাম ফেল ?
ফোন কানে দিয়ে বুঝতে পারলো-
আল্লাহ্‌ ডেকেছে তাকে।

গাড়ীটা ঘুরিয়ে ফিরে চলে বুড়ো ,
রাস্তা ঢেকেছে তুষারের গুঁড়ো -
তার -ই মাঝে গাড়ী চালিয়ে আস্তে ,
সান্তা ক্লজ তো নামে বেহেস্তে।

তার মোবাইল আবার যে বাজে,
মেসেজ এসেছে, বোঝে আওয়াজে
গাড়ীর দরজা করে দিয়ে লক,
মোবাইল খুলে পড়ে,
মেসেজ- টা এইবারে।
লেখা আছে,'শোন দিয়ে মন
দরকার নেই আর প্রয়োজন,
প্রথা অনুযায়ী এই বড়দিনে-
পৌঁছাতে পেশোয়ারে' !


ছবিঃপারিজাত ভট্টাচার্য্য

প্রদোষ প্রদীপ ভট্টাচার্য্য পেশায় চিকিৎসক । ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন; বর্তমানে স্থায়ীভাবে কলকাতায় কর্মরত। স্কুলজীবন থেকেই লেখার অভ্যাস, কলেজে দেয়াল-পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ছোটদের জন্য লিখতেই বেশি পছন্দ করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা