নতুন মডেলের স্লেজ গাড়ী টা ,
দিন কয় আগে কেনা।
বনেটের উপর হরিণের ছবি ,
দূর থেকে যায় চেনা।
লাল কোট আর, সাদা টুপি পড়ে,
বেরোলো সান্তা দাদু
শিশুদের কিছু উপহার দেবে,
উদ্দেশ্য- টা সাধু।
আকাশ পথে জ্যাম নেই বলে ,
উল্কার বেগে তার গাড়ী চলে ,
চীন -ভারতের সীমানা পেরোলে
সান্তা দেখল ঝুঁকে -
পাকিস্তানে এসেছে, তখুনি
মোবাইল বাজে বুকে।
জিঙ্গল বেল , জিঙ্গল বেল ,
হোয়াট হ্যাপেন্ড্, প্রোগ্রাম ফেল ?
ফোন কানে দিয়ে বুঝতে পারলো-
আল্লাহ্ ডেকেছে তাকে।
গাড়ীটা ঘুরিয়ে ফিরে চলে বুড়ো ,
রাস্তা ঢেকেছে তুষারের গুঁড়ো -
তার -ই মাঝে গাড়ী চালিয়ে আস্তে ,
সান্তা ক্লজ তো নামে বেহেস্তে।
তার মোবাইল আবার যে বাজে,
মেসেজ এসেছে, বোঝে আওয়াজে
গাড়ীর দরজা করে দিয়ে লক,
মোবাইল খুলে পড়ে,
মেসেজ- টা এইবারে।
লেখা আছে,'শোন দিয়ে মন
দরকার নেই আর প্রয়োজন,
প্রথা অনুযায়ী এই বড়দিনে-
পৌঁছাতে পেশোয়ারে' !
ছবিঃপারিজাত ভট্টাচার্য্য