নতুন বছর এক ম্যাজিকে
স্কুলের ব্যাগটা হাল্কা হোক,
এদিক ওদিক চতুর্দিকে
গণিত, গ্রামার, পুণ্যশ্লোক।।
নতুন বছর খেলার মাঠে
সকাল, বিকেল ইচ্ছেমতো
রং পেন্সিল সহজপাঠে
খাতায় আঁকিস স্বপ্ন যত।।
নতুন বছর পরের ক্লাসে
বন্ধু সবাই টিফিন হলে
বাংলা ভূগোল বসিস পাশে
হৈ হুল্লোড় হট্টগোলে।।
নতুন বছর এক তুড়িতে
পরীক্ষা সব উধাও হবে
ফুচকা প্যাটিস ঝালমুড়িতে
আনন্দ গান মহোৎসবে।।
নতুন বছর সন্ধ্যে হলে
হোমটাস্কের কমুক চাপ
গুন,ভাগ, যোগ,বিয়োগফলে
সঠিক,বেঠিক, তাপুত্তাপ।।
নতুন বছর জানতে হবে
বৈজ্ঞানিকের আবিষ্কার
অ্যাডভেনচার কোথায় কবে
আলোয় উধাও অন্ধকার।।
ছবিঃশাম্ব ভট্টাচার্য্যি,
দ্বিতীয় শ্রেণী, সাউথ পয়েন্ট স্কুল,
কলকাতা