সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
গল্পদাদু""/

গল্পদাদু কোথায় থাকে কেউ জানেনা সত্যি করে
পায়ের তলায় সর্ষে দেওয়া দেশ বিদেশে কেবল ঘোরে,
এইতো সেদিন জাপান গেল,একেবানা শিখবে বলে
বনসাইতেই ট্রেনিং নিলেন,অফিসিয়াল গন্ডগোলে,
সেখান থেকে নৌকো চড়ে দুদিন পরে ভিয়েতনামে
দাঁতের মাজন,বাতের মলম সেল চলছে জলের দামে;
হঠাৎ নাকি সিডনি থেকে খবর এল শ্রাবণ মাসে
সকাল বিকেল শুধুই কাঁদে জেলিফিশ আর অক্টোপাসে!
দাদু তাদের অনেক বোঝায় পান্ত ভূতের গল্প বলে
বিকেলবেলা রংপেন্সিল কিনতে গেল শপিং মলে;
সেখান থেকে নাক বরাবর পৌছে দেখেন হন্ডুরাসে।
সুর করে সব নামতা শেখায় দিদিমনি গানের ক্লাসে;
মিশর তিনি আগেও গেছেন,তুতেনখামেন মমির দেশে,
পিরামিডের সাতসতের ছাপিয়েছিল লেটারপ্রেসে;
সমস্ত দিন বেড়ান ঘুরে সন্ধ্যে নামে ক্রমে ক্রমে
নেক্সট ডে নাকি দেখতে যাবেন, কলোসিয়াম প্রাচীন রোমের;
ভ্যাটিকানের রাস্তাগুলো কেমন যেন গোলকধাঁধা
রাজগঞ্জের ঘাটে শোনেন মধুমাঝির নৌকো বাধা ;
ভেনিস গিয়ে দেখেন দাদু গন্ডলা না নৌকো চলে
বলেন এসব দেখতে এলি,খরচ করে কি আক্কেলে?
দাদুর কাছে অনেক শিখি,দেশবিদেশের অভিজ্ঞতা
দেশ বেড়াতে এলেম লাগে,এসব কি আর মুখের কথা।

 

ছবিঃ মহাশ্বেতা রায়

আশুতোষ ভট্টাচার্য্যি নিয়মিত ছোটদের এবং বড়দের বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা