রথের রাতে ঈদের চাঁদে
ইঁদুরছানার বিয়ে
কনের সাজে আসবে এবার
গাছের বুনো টিয়ে
কালীপুজোয় দুজন মিলে
আমোদ হবে খুব
বড়দিনের কেক বানাবে
টিয়ের পাকা কুক
শীতের রোদে ইঁদুর-টিয়ে
ঘুরতে যাবে জু'তে
বই কিনতে আসবে তারা
ভিড়ের কলেজ রো'তে
দোলের দিনে আবীর খেলে
ইঁদুর যাবে বাড়ি
টিয়ে তখন ছানা কোলে
বলবে তাকে, 'আড়ি'।
পয়লা বোশেখ মাটন খাবে
নতুন জামা, শাড়ি
টিয়ের ছানা লস্যি খেয়ে
মারবে গড়াগড়ি।
ইঁদুর তাকে বলবে 'বাবা,
আর কোরো না দেরি
তা না হলে, মায়ের হাতে
চাপড় খাবে ভারি!'
ছানার তাতে বয়েই গেছে
উঠছে গাছের ডালে
মান হয়েছে, রাগ করেছে
যাবে না ইস্কুলে।
ছবিঃ রাখি পুরকায়স্থ