কালো কালো মেঘ গুলো
গেছে কোথা হারিয়ে -
পেঁজা পেঁজা তুলো যেন
আকাশেতে ছড়িয়ে।
কদমের ডাল ফুল
হেঁচে কেশে একশা;
উঠানেতে অবহেলে
শিউলির নকশা।
ফাঁকে ফাঁকে মনে উঁকি
কবে আসে রবি শনি,
জামা-জুতো এটা-সেটা
বাকি আছে কেনাকেনি।
ঢাক বাজে সকালেতে,
ডাক দিয়ে গেলো কেউ;
রাঙ্গা চেলি পরে লাজে
সাজে রাঙ্গা কলা বউ।
ছবিঃ নভনীল দে