গাছ বলে হায় হায় !
কেটো না, মেরো না, ফেলনা।
কিন্তু গাছের কথা তো,
মোটেও কেউ শোনেনা।
ভাবে শুধু গাছ কেটে,
করব ঘরবাড়ি ও কারখানা।
ভেবে দেখ শোও যে খাটে,
সেটা তো তৈরি গাছের কাঠে।
রাস্তার পাশে পোস্টারে,
মোটা মোটা অক্ষরে লেখা,
'গাছ লাগাও প্রাণ বাঁচাও'
মানুষ কি অন্ধ দ্যাখে না?
নাকি তার উল্টো,
' গাছ কাটো, প্রাণ বাঁচাও'।
অক্সিজেন পাই কোথা থেকে?
উত্তপ্ত রৌদ্রে আশ্রয় নাও কার তলে?
না না, যদি মানুষ জানতো,
তবে কি এমন গাছ হ্রাস করতো ?
নাকি জেনেও মানুষ করে এমন অকাজ!
এর উত্তর জানাই হলো আমার কাজ।
জানো এই প্রাণ দেহে দরকার গাছ,
তবুও দাও বিসর্জন আরও একটি গাছ।
মনে রাখো গাছের অস্তিত্ব,
এই জীবনের অমূল্য বর।
গাছ কাটলে হারিয়ে যাবে,
প্রাণবন্ত তোমার স্বপ্নের ঘর॥
লেখাঃ
নাফিসা বেগম
নবম শ্রেণি
দারুল হুদা অ্যাকাডেমি, ভীমপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ
ছবিঃ পিক্সাবে