ব্যাপারটা খুব আশ্চর্যরকম ৷ এত গরম এবং উজ্জ্বল সূর্য থেকে কেমন করে যে নরম নরম আলো আসে সেটা উড্ডুর খুব জানতে ইচ্ছে করে ৷
উড্ডুর ভাই গুড্ডুরও দিদির মতো প্রশ্ন এবং জানার ইচ্ছে ৷ একদিন একটা রঙিন বল দেখিয়ে সে জিজ্ঞেস করেছিল , "দিদি, বলের শেপ রেকট্যাঙ্গুলার না হয়ে সার্কল - এর মতো কেন?"
গুড্ডুর আবার অবাক করার মতো পোষাক আশাক ছিল , যেমন - হলুদ গেঞ্জি, ডেনিম জিন্স আর পাতার মতো সবুজ জুতো ৷
আর উড্ডুদের বাড়িতে থাকতো তাদের কুকুর ভন্টা ৷ ভন্টা বাকী কুকুরদের থেকে একদম আলাদা ছিল ৷ সেটার নাকে সবসময় সর্দি থাকতো, কিছু শুঁকতে পারতো না ৷ তার মধ্যে ভন্টার খাবার ছিল শাক -ভাত , কারন মাংস খেলে ভন্টার পেট খারাপ হতো এবং সেটা ঠাকুমার একদম পছন্দ ছিল না৷
এসব ছাড়াও উড্ডুদের বাড়িতে ছিল অনেক বই ৷ পাতলা - মোটা, নতুন -পুরোনো, স্কুলের বই, গল্পের বই অনেক রকম ৷ গাছের পাখী দেখে , বোর্ড গেম খেলে, পুতুল খেলে উড্ডু আর গুড্ডুর সারাদিন কেটে যেত ৷
তারপর অনেক বছর কেটে গেছে ৷ উড্ডু এখন অনেক বড়ো হয়ে গেছে ৷ মস্ত চাকরী করে আর সময় পেলেই তার রঙিন ছোটবেলার কথা মনে করে ৷
গল্প লিখেছেঃ
রুদ্রপ্রিয়া সেন,
রুদ্রপ্রিয়া সেন
সপ্তম শ্রেণি, সেন্ট জুড'স হাই স্কুল,মধ্যমগ্রাম, কলকাতা
গ্রাফিকঃ মিতিল