'প্রথমে স্কুলের দিদিমনি এখন ইনি!' রুমকি মনে মনে বলল৷ মা ওকে বলেছে হাতের লেখা প্র্যাকটিস করতে, না হলে হ্যারি পটারের তৃতীয় খন্ড কিনে দেবেনা!
রেগে মেগে রুমকি বারান্দায় গিয়ে বসে৷ লোডশেডিং-এ চারপাশ অন্ধকার, জনপ্রাণী নেই৷ হঠাৎ মনে হলো ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে!
'এই কে রে?'
'রুনুবতী' ছায়াটা বললো৷
"দাদু তুমি এখানে!"
"অন্ধকারে বসে কী ভাবছো?"
"কিছু না দাদু, সকাল থেকে শুধু লেখাপড়া…এখন আবার হাতের লেখা!"
"মা বলেছে?"
" হ্যাঁ" , রুমকি বলে৷
" হাঃ হাঃ, তোমার মা নিজেও লিখতো।
রুনুবতী, একটা কথা বলো, মা বাবার খেয়াল রাখবে তো?"
"অবশ্যই দাদু!"
"আমি তবে আসি৷" বলে দাদু চট করে চলে গেলেন৷
রুমকি অবাক হয়ে ভাবলো তাহলে কী দাদুর স্বপ্ন দেখছিলো?
ঘরে ঢোকার পর দেখল ওর মা ফোন হাতে খুব কাঁদছে৷
" মা কী হলো?" রুমকি জিজ্ঞেস করলো৷
মা চোখের জল মুছে বললেন, "দাদু আর নেই৷ সবাই কে ছেড়ে দাদু অন্য এক দুনিয়ায়।"
গল্প লিখেছেঃ
রুদ্রপ্রিয়া সেন
সপ্তম শ্রেণি,
সেন্ট জুডস্ হাই স্কুল, মধ্যমগ্রাম, কলকাতা
ছবিঃ অনন্যা দত্ত দাস