সেদিন বিকেলে মিমি আর দাদু পার্ক থেকে বাড়ি ফিরছিল ৷ দাদুর কাছে মিমির সাইকেল ছিল কেননা মিমি আইসক্রীম খেতে খেতে আসছিল ৷এবার দুজনে মিলে আসছে , আসছে, হঠাৎ দুজনে দেখতে পেল একটা কালো বেড়াল রাস্তা দিয়ে চলে যাচ্ছে ৷
দাদু বললেন, "মান্তুসোনা , দ্যাখো, একটা কালো বেড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেল ! চলো আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাই ৷"
সেটাতে আবার মিমির খুব আপত্তি ৷ মিমি বলল, "ওহ ! দাদা , কিচ্ছু হবেনা , ওসব কুসংস্কার ৷"
দাদু বললেন , না না তুমি জান না ৷ সেবার আমার সেজমামার শালার কী হয়েছিল শুনবে? সে একদিন যাচ্ছিল কোথায় , সেসময় একটা কালো বেড়াল রাস্তা পেরিয়ে গিয়েছিল , সে তো কিছু মানতো না এসব , যেই না এগিয়েছে ওমনি একটা গাড়ী এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ৷ শেষে বাঁ হাতটাই কাটা গিয়েছিল ৷"
মিমি বলল, "দাদা ওটা একটা অ্যাকসিডেন্ট ছিল !"
দাদা বললেন, "মান্তুসোনা, তুমি কিন্তু কথা শুনছ না , তোমাদের বইতে এসব লেখা নেই ?"
মিমি বলল , "দাদা , এসব বইতে থাকেনা মোটেই ৷ ম্যামরা বরং বলেন এসব কিছু হয়না ৷"
তারপর দুজন হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির সামনে এসেছে ওমনি দাদু 'উহ্ ' বলে চিৎকার করে উঠলেন ৷ মিমি বলল, "দাদা, কী হল ? কী হল ?"
— কী আবার হবে ! ওই দ্যাখো কেমন একটা বোলতা কামড় দিয়েছে !
মিমি দেখল সত্যি সত্যি দাদার লম্বা নাকে একটা মৌমাছি কামড় দিয়ে আছে ! দেখেই তো সে চেঁচামেচি শুরু করে দিল ৷
দাদু বললেন , " আমি আগেই বলেছিলাম কিছু একটা হবে !"
তারপর মৌমাছি টা নাক থেকে ফেলে যখন ওরা বাড়ী পৌঁছাল ততক্ষণে দাদুর নাক ফুলে ছোট্ট একটা রাঙাআলু হয়ে গেছে ৷
গল্প লিখেছেঃ
রুদ্রপ্রিয়া সেন
সপ্তম শ্রেণী, সেন্ট জুড'স হাই স্কুল,মধ্যমগ্রাম, কলকাতা
গ্রাফিকঃ মিতিল