মাঠ মানেই খেলাধুলা,
মাঠ মানে ছুটি।
মাঠ মানে ছুটাছুটি,
মাঠ মানে মজা।
মাঠ মানেই লাফালফি,
মাঠ মানে বইপড়া,
মাঠ মানে ফুটবল খেলা,
মাঠ মানে ক্রিকেট খেলা,
আরও কতো রকম খেলা !
মাঠ মানেই হাসি-ঠাট্টা,
মাঠ মানেই গল্প।
মাঠ মানেই কতকিছু !
আরও কতো মুক্তি !
ছড়া লিখেছেঃ
নূর-ই-নওশীবা রামিসা
৩য় শ্রেণী,মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা,বাংলাদেশ।
ছবি এঁকেছেঃ
রাফিন আবছার নিবরাস (ছোট ভাই)
স্ট্যান্ডার্ড-ওয়ান,পার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ঢাকা,বাংলাদেশ।