এইবছর শীতের ছুটিতে বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছিলাম রাঙ্গামাটি। সেখানে আমি পাহাড় দেখেছি। রাঙ্গামাটির চাকমা মানুষদের দেখেছি। এটা ছিল প্রথম চাকমা মানুষ দেখা। আমি একটা পার্ক এ গিএছিলাম সেটার নাম ছিল পলওয়েল পার্ক। পার্কটা অনেক সুন্দর ছিল। সেখানে ছিল অনেক ধরনের ফুল, তিনটা রাইড, দোলনা, ট্রেন, ঘোড়া আর ও কত কি। রাঙ্গামাটির পাহাড়, ওখানকার গাছপালা এবং বুনো ফুল গুলি আমার খুব ভাল লেগেছে। ওই এলাকায় অনেক ধরনের ফলের গাছ এবং শাক-সব্জির গাছ দেখেছি। তবে আরও বেশি ফুলের গাছ থাকলে খুব সুন্দর হত। গাছগুলোও একরকম সুন্দর।ফুল এবং গাছ দুইটাই ভিন্ন ভিন্ন রকমের সুন্দর। রাঙ্গামাটির গাড়িগুলু আরও ভাল হলে আমার মত বাচ্চাদের জন্য ভাল হত।
সেখানে একটা রেস্টুরেন্টে সেই এলাকার রান্না করা লেক এর মাছ, বেম্বো চিকেন আমার খুব ভাল লেগেছে। খাবার গুলু খুব সুস্বাদু ছিল এবং আমি ওইগুলু খুব উপভোগ করেছি।আমি রাঙ্গামাটির বিখ্যাত মজাদার ফল আনারস খেয়েছি।বাবা ওখান থেকে আনারস,তেঁতুল এবং আখ কিনে ঢাকায় নিয়ে আসে। বাসায় আমরা সেসব ফল খুব মজা করে খাই।
সবকিছু মিলিয়ে জাইগাটি খুব সুন্দর। আমি ওখানে গিয়ে খুব মজা পেয়েছি। সময় হলে সবাইকে আমি ওখানে ঘুরে আসার জন্য বলবো।
নূর-ই-নওশীবা রামিসা
২য় শ্রেণী, ক -শাখা
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
ঢাকা, বাংলাদেশ।
ছবিঃ উইকিপিডিয়া