সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
ঝাল-মিষ্টি ছড়া

যদি দেখ কেউ খুব লঙ্কার ভক্ত
সাবধান তাকে যেন কোরো না বিরক্ত
লঙ্কার গুণে তার জিভ হয় ধারালো
ভয় লাগে--- এই বুঝি জিভটাকে নাড়ালো
ধারালো রে, ওরে বাবা, কী ভীষণ ধারালো !

তার জিভ নাড়া মানে ঝাল ঝাল বাক্যি
চোখ-কান জ্বালা করে, আমি নিজে সাক্ষী
ছাদে যদি পড়ে থাকে গুঁড়ো কিছু খাদ্য
বসুক তো কাক-চিল, দেখি কার সাধ্য !
কান চেপে যত লোক সীমা তার ছাড়াবে
ওরে বাবা, এই বুঝি ফের জিভ নাড়াবে !
নাড়াক না খুশিমতো, কানটা কে সারাবে ?

এত কথা বললাম একটাই শর্তে
যদি দেখ কেউ লঙ্কার পরিবর্তে---
রোজ খায় সন্দেশ একহাঁড়ি ভর্তি
না-ও যদি থাকে কিছু ঝরতি বা পড়তি
তার খোঁজ পেলে বোলো; ঘাড়-মাথা ঝুঁকিয়ে
কীভাবে সে ক’টা খায় দেখব তা লুকিয়ে
সে দারুণ মজা হবে জিভ গেলে শুকিয়ে ।   


গ্রাফিক্সঃ মহাশ্বেতা রায়

জন্ম থেকে দীর্ঘদিন প্রবাসে থাকার জন্য বাংলা বই পড়ার তেমন সুযোগ পাননি । ইঞ্জিনিয়ারিং পেশার মানুষ । ২০০০ সালে ছোটদের জন্য লেখায় হাতেখড়ি ৪৮ বছর বয়সে ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা