যদি দেখ কেউ খুব লঙ্কার ভক্ত
সাবধান তাকে যেন কোরো না বিরক্ত
লঙ্কার গুণে তার জিভ হয় ধারালো
ভয় লাগে--- এই বুঝি জিভটাকে নাড়ালো
ধারালো রে, ওরে বাবা, কী ভীষণ ধারালো !
তার জিভ নাড়া মানে ঝাল ঝাল বাক্যি
চোখ-কান জ্বালা করে, আমি নিজে সাক্ষী
ছাদে যদি পড়ে থাকে গুঁড়ো কিছু খাদ্য
বসুক তো কাক-চিল, দেখি কার সাধ্য !
কান চেপে যত লোক সীমা তার ছাড়াবে
ওরে বাবা, এই বুঝি ফের জিভ নাড়াবে !
নাড়াক না খুশিমতো, কানটা কে সারাবে ?
এত কথা বললাম একটাই শর্তে
যদি দেখ কেউ লঙ্কার পরিবর্তে---
রোজ খায় সন্দেশ একহাঁড়ি ভর্তি
না-ও যদি থাকে কিছু ঝরতি বা পড়তি
তার খোঁজ পেলে বোলো; ঘাড়-মাথা ঝুঁকিয়ে
কীভাবে সে ক’টা খায় দেখব তা লুকিয়ে
সে দারুণ মজা হবে জিভ গেলে শুকিয়ে ।
গ্রাফিক্সঃ মহাশ্বেতা রায়