ইস্কুলে কী পড়ার চাপ
বাপরে বাপ ! বাপরে বাপ!
অঙ্ক ভূগোল ইংরেজিতে
জ্ঞানগম্যি নিংড়ে নিতে
মুন্ডুমাথার বাড়ছে মাপ
বাপরে বাপ ! বাপরে বাপ!
মন বা শরীর বাড়ছে কই
বাড়ছে সিঁড়ি চড়ার বই
চড়তে হবেই পরের ধাপ
বাপরে বাপ ! বাপরে বাপ!
হচ্ছি নাকি মানুষ বড়
খাচ্ছি বকা কিল আর চড়ও
মা-বাবাদের খুব প্রতাপ
বাপরে বাপ ! বাপরে বাপ!
ছুটতে গিয়ে ভাঙছি ঠ্যাং
বন্ধুদেরও মারছি ল্যাং
কোন ফাঁদে যে দিচ্ছি ঝাঁপ
বাপরে বাপ ! বাপরে বাপ!
শৈশবের এই নষ্টদিন
হচ্ছে কেঁদে ক্ষীণ মলিন
জন্মানো মা বড্ড পাপ
বাপরে বাপ ! বাপরে বাপ!
বাপরে বাপ ! বাপরে বাপ!
গ্রাফিকঃ পিক্সাবে