ওই দ্যাখো মা লেজঝোলা সেই পাখি
জানলা দিয়ে আসার জন্য
করছে ডাকাডাকি ।
দাও তো খানিক সরষেদানা
ছড়িয়ে দিলেই ভাসিয়ে ডানা
ঢুকবে আমার ঘরে ।
— "তারপরে, তারপরে ?"
আচ্ছা দাঁড়াও, বলছি তবে শোনো
ওই পাখিটা ধরে
খাঁচার ভিতর রাখবে না কক্ষণো
ঢুকলে ঘরে আসন দেবে পেতে
কাঁসার নতুন বাসন দেবে খেতে;
তখন পাখি বলবে আমায় এসে —
"গেলে কারোর বাড়ি
সে যদি না খাঁচায় পোরে
তাকে আমি অনেক অনেক
গান শোনাতে পারি ।
ভোরবেলাতে ডাক দিয়ে যাই তাকে
বলি, ওঠো দেখবে এসো
নতুন আকাশটাকে ।"
"দাও না মাগো একটি মুঠো
চাল কিম্বা ধান
পাখির গলায় শুনব আমি
আকাশ ছোঁয়ার গান" ।
ছবিঃ ডাল-ই এ আই