তিন্নি স্কুলে ভর্তি হল
হয়নি পুরো তিন,
কান্নামোছা হাসি মুখটি
শুধু ছুটির দিন,
এখনও তার লিখতে বাকি
একশ তিরিশ পাতা,
মা বকছে, বাবা বকছে
দাদুও বকছে যাতা!
দুগগা দিদি বাসন মাজে
তারই মেয়ে বুড়ি
কেমন খেলে এক্কা দোক্কা,
ওর দাদা ওড়ায় ঘুড়ি;
লুডো তোলা আলমারিতে,
জন্মদিনে বাবা
অংকে মাথা খোলার জন্যে
কিনে আনল দাবা!
অবর ডবর ঘি মৌরী
ইকিড়মিকিড় মানা,
আগে রাইম মুখস্থ হোক
ভাবো কাণ্ডখানা!
তিন্নি এখন স্বপ্ন দেখে
সে-ই শক্তিমান,
ইস্কুল, বেঞ্চ, রঙের বাক্স
সব ভেঙ্গে খানখান
বাবা মা তার সামনে
ভয়েই জড়োসড়ো
বলছে তারা- ছোটো, খেলো
ইচ্ছে হলে পড়ো!
ছবিঃ ডাল -ই এ আই